রবিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুলফা গোষ্ঠীকে ৫ উইকেটে হারিয়ে বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় টসে জিতে কুলফা গোষ্ঠী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৩৫.২ ওভারে ১১৩ রান সংগ্রহ করে অলআউট হয়। জবাবে বন্ধু একাদশ ৮ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ১১৫ রান করে জয়লাভ করে। খেলায় বিজয়ী দলের সোহান ৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া সর্বোচ্চ ১০১ রান করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সৈকত আলী। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস।
এসময় পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু, পৌরসভার কাউন্সিলর রতন মজুমদার, আবদুর রাজ্জাক রাজা, নারী কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৪ জানুয়ারি পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়। এতে জেলার মোট ৬টি দল অংশ নেয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান