মানিকগঞ্জ মহাসড়কে বাস উল্টে, নিহত ৩

মানিকগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ যাত্রী।আহত যাত্রীদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ক্রস ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান স্থানীয়রা।

ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা যাচ্ছিল। মহাসড়কের তরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজকের বাজার/আরআইএস