আগামী ২৪ ঘন্টায় মানিকগঞ্জ,রাজবাড়ি ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। এছাড়া,গঙ্গা ব্যাতীত দেশের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের ১০১টি পর্যবেক্ষনাধীন পানি ষ্টেশনের মধ্যে বৃদ্ধি ২৬টির, হ্রাস পেয়েছে ৬৯টির, বিপদসীমার উপর দিয়ে নদ নদীর সংখ্যা ৩ টি। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,সাতক্ষীরা ৭৮ মিলিমিটার ,কানাইঘাট ৬৬ মিলিমিটার ও জকিগঞ্জে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান