সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক কর্মশালা শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) ও ক্যামেলকো মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলম, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।