মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলার নির্দেশ হাইকোর্টের

খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বাস্থ্য ঠিক না থাকলে জাতি কীভাবে এগোবে বলেও প্রশ্ন আদালতের।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ কথা বলেন।

আদালত বলেছেন, নিরাপদ খাদ্যের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার।

কোন কোন কোম্পানির দুধ ও দইয়ে ভেজাল বা রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে এবং এর সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা দাখিলের জন্য আজকে দিন ধার্য ছিল। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ তা দাখিল না করে সময় চেয়ে আবেদন করে। তাদেরকে ২৩ জুন পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

এর আগে বাজার থেকে সংগৃহীত কাচা তরল দুধের ৯৬ নমুনার মধ্যে ৯৩ টিতেই সিসা, অ্যান্টিবায়েটিক অনুজীব পাওয়া গেছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়। পরে কোন কোন কোম্পানি দুধে এই ভেজাল বা রাসায়নিক দ্রব্য মেশানোর সঙ্গে জড়িত তাদের পরিচয় জানাতে নির্দেশ দেন আদালত।

আজকের বাজার/এমএইচ