‘মানুষ মানুষকে এভাবে মারতে পারে না’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোটা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূরকে এলোপাতাড়ি পিটুনি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৩০ জুন) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করলে এ ঘটনা ঘটে।

ওই হামলার সময় ঢাবি শিক্ষক জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করলেও রক্ষা পায়নি নুরুল্লাহ।

ড. জাভেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার পরও তারা আমার ওপরও চড়াও হয়েছে। আমার হাতের তালু কেটে গেছে।

তিনি বলেন, মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তোমরা সবাই ছাত্র। সহপাঠী সহপাঠীর ওপর এভাবে হামলা করতে পারে না।

আরজেড/