একটি মাছের মুখ দেখতে অনেকটা মানুষের মতো! বলা ভাল, মানুষের কঙ্কালসার মুখের মতো দেখতে মাছটিকে। একটি জলাশয়ের পাড়ে ভেসে উঠেই আবার মিলিয়ে গেল পানির গভীরে। মুহূর্তের মধ্যেই এই দৃশ্য ধরা পড়ে ওই জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির স্মার্টফোনের ক্যামেরায়। অদ্ভুত দর্শন ওই মাছের ক্যামেরা-বন্দি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়া পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের কানমিং অঞ্চলের একটি সরোবরে। ভাইরাল হওয়া ভিডিয়োর ওই মাছটিকে এমন দেখতে যে সেটির সঙ্গে অনেকে রূপকথার নানা গল্পের বিভিন্ন চরিত্রের মিল খুঁজে পাচ্ছেন। এমনকি হ্যারি পটারের গল্পের ভিলেন ভল্ডমার্টের সঙ্গেও এই মাছের মুখের তুলনা করেছে অনেকে।
চিনের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিশ্বের অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়েছে বিচিত্র-দর্শন মাছের ওই ভিডিয়োটি।
আজকের বাজার/লুৎফর রহমান