মান্দারিন ভাষাকে স্বীকৃতি দেবে পাকিস্তান

ছবি : ইন্টারনেট

পাকিস্তান সিনেটের উচ্চকক্ষ চীনের মান্দারিন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চায়। এ সংক্রান্ত একটি প্রস্তাব উঠেছে সিনেটের উচ্চকক্ষে। চীনে পাকিস্তানিদের কাজ করার সুবিধার্থে ও দু’দেশের অর্থনৈতিক করিডোর প্রকল্পে সংযোগ আরও সহজ করতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

পাকিস্তান গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

পাঞ্জাবি, সিন্ধি, বালুচি, পশতুসহ বেশ কিছু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেয়ার অপেক্ষায় আছে পাকিস্তান।

ইংরেজি, উর্দু এবং আরবি দেশটির সরকারি ভাষা হিসেবে ব্যবহার হচ্ছে। যদিও মান্দারিন ভাষার ব্যবহার পাকিস্তানে নেই তবুও দেশটির সরকারি ভাষায় সঙ্গে যুক্ত হচ্ছে মান্দারিন। ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, চীনা ভাষা শিখতে পাকিস্তানিদের আগ্রহ রয়েছে। মান্দারিন শিখলে ব্যাপক পরিমাণে চাকরির সুযোগ রয়েছে বলে মনে করেন তারা।

এদিকে ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রচারিত সংবাদে জানানো হয়, মান্দারিনকে এখনই স্বীকৃতি দেয়া হচ্ছেনা। মান্দারিন ভাষা শেখার প্রতি পাকিস্তানের জনগণকে উৎসাহী করার পদক্ষেপ নেয়া হচ্ছে মাত্র।

আজকের বাজার : এমআর/আরএম/২১ ফেব্রুয়ারি ২০১৮