নওগাঁর মান্দা উপজেলার দোসতী গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তির নিহত হয়েছে।
নিহতের নাম তাইজুল ইসলাম (৪৫)। নিহত তাইজুল ইসলাম একই গ্রামের মৃত সবের মণ্ডলের ছেলে।
বুধবার (১১ জুলাই) দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব আলম জানান, গত ১০ জুলাই (মঙ্গলবার) তাইজুল ইসলামের সাথে একই গ্রামের লুতু মেকারের ছেলে হৃদয়ের(২৪) সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা বাধে।
এর জের ধরে গতকাল রাতে হৃদয় উপজেলার ঘাটকৈর মোল্লাপাড়া মোড়ের একটি চায়ের দোকান থেকে তাইজুল ইসলামকে ডেকে নিয়ে গিয়ে ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাইজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আজকের বাজার/একেএ