একটা সময় বাংলা সিনেমা দাপিয়ে বেড়িয়েছেন প্রয়াত চিত্রনায়ক মান্না। মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে কিছুদিন আগে নতুন ছবি নির্মাণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন মান্নার সহধর্মিনী শেলী মান্না। এরইমধ্যে সবকিছু গুছিয়েও নিয়েছেন তিনি।
নতুন খবর হলো, প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবারও ছবি নির্মিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩জুলাই নতুন ছবির ঘোষণা দেবেন শেলী মান্না। ছবির নাম ‘জ্যাম’।
দীর্ঘদিন পর ছবি প্রযোজনা সম্পর্কে শেলী মান্না জানান, ‘দীর্ঘ প্রায় ১০ বছর পর নতুন ছবি প্রযোজনা করতে যাচ্ছে ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। সর্বশেষ এই প্রতিষ্ঠানের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’ ছবিটি নির্মিত হয়েছিল, এরপর আর কোনো ছবি নির্মিত হয়নি।
আবারও নতুন ছবি প্রযোজনা করতে যাচ্ছি। নতুন এ ছবিটির নাম ‘জ্যাম’। অনেক আগেই এর গল্প নির্বাচন করা হয়েছিল।
এ ছবির কাহিনী লিখেছেন প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী (খোকা) ভাই। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।’
তিনি আরও বলেন, নায়ক-নায়িকার খবরটি এখনই জানাতে চাই না। ছবির কাস্টিংয়ে বেশকিছু চমক রয়েছে।
অনুষ্ঠানে শুভ মহরতের মাধ্যমে বিস্তারিত সবাইকে জানিয়ে দেয়া হবে। দর্শকদের একটি ভাল ছবি উপহার দেয়ার চেষ্টা থাকবে।
উল্লেখ্য, মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে প্রযোজিত অধিকাংশ সিনেমাই ব্যবসা সফল ছিল। এরমধ্যে রয়েছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না।
এসএম/