জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভ’ইঁয়া বলেছেন, আগামী ২০২০-২১ সালের ট্যাক্স জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করা হবে। তাছাড়া আমাদের উর্ধ্বতন কর্তৃপরে কাছ থেকে নির্দেশনা রয়েছে, মাফ করার সংস্কৃতি আমাদের পাল্টাতে হবে।
বৃহস্পতিবার বিকালে এনবিআর সম্মেলন কে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিবছর সরকার উন্নয়ন পরিকল্পনা করছে। জিডিপির আকার বৃদ্ধি পাচ্ছে। উন্নয়ন পরিকল্পনা আর জিপিডির আকারের সঙ্গে ট্যাক্স জিডিপি অনুপাত খুবই গুরুত্বপূর্ণ। যেসব দেশে ট্যাক্স জিডিপি রেসিও ভালো তাদের বিদেশি নির্ভরতা কম থাকে। আমাদের টার্গেট, বর্তমান যে ট্যাক্স জিডিপি রেসিও ১১ শতাংশ রয়েছে, তা থেকে ২০২০-২১ সালের মধ্যে ১৫ শতাংশের কাছাকাছি নিয়ে যাওয়া।
তিনি বলেন, ট্যাক্স জিডিপি রেসিও বাড়ানোর মানে এই না আমরা মানুষকে চাপ দিয়ে, কষ্ট দিয়ে রাজস্ব আহরণ করে ট্যাক্স জিপিডি বাড়াবো। আমাদের একটা ল্য থাকবে, দেশ এগিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট না হলে দেশ এগিয়ে যেত না, কর্মসংস্থান সৃষ্টি হতো না। দেশে অর্থের প্রবাহ, অর্থনীতির আকার বাড়ছে বলে রাজস্ব আদায় হচ্ছে।
কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা ট্রেড ফ্যাসিলেটেড করবো। ট্রেড ফ্যাসিলেটেশনের ফলে যদি ব্যবসায়ীরা ভালো করে তাহলে রাজস্ব বেড়ে যাবে। কর ও শুল্ক অব্যাহতি দেওয়ার সংস্কৃতি রয়েছে। শুধুমাত্র প্রয়োজনীয় েেত্র এ অব্যাহতি দেওয়া হবে।
অব্যাহতির বিষয়ে চেয়ারম্যান বলেন, আমরা এখন শিশু না। আমাদের ব্যবসায়ীরাও শিশু না। আমাদের সবদিকে ম্যাচিউরিটি আসছে। একজন যদি রেয়াত চান, তাহলে আরেকজন চাইবেন। আমি এখানে কারো মুখ দেখে কাজ করবো না। কোনো বৈষম্যকে প্রশ্রয় দেব না। কারণ মাফ করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
আজকের বাজার: এসএস/ ওএফ/ ২৫ জানুয়ারি ২০১৮