মামলার কবলে পড়েছেন বলিউডের হট সেনসেশন অভিনেত্রী সানি লিওন। তার বিরুদ্ধে বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। সানি পর্নোগ্রাফির প্রচারক বলে এই মামলায় বলা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ে একটি নাচের অনুষ্ঠান করার কথা ছিল সানির। কিন্তু এদিন সকালেই এনচ মোজেস নামের এক ব্যক্তি নাজারাতপেট থানায় সানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ওই ব্যক্তি লেখেন, ‘সানি লিওন পর্নোগ্রাফি প্রচার করছেন। গত ডিসেম্বরেও প্রায় একই ধরণের পরিস্থিতির শিকার হয়েছিলেন সাবেক কানাডিয়ান পর্নোস্টার সানি লিওন। সেবার নতুন বছরের প্রাক সন্ধ্যায় একটি অনুষ্ঠান করার কথা ছিল তার। কিন্তু অপসংস্কৃতি ছড়ানোর অভিযোগ তুলে সানির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত ওই অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল অভিনেত্রীকে।
বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন সানি। সেখানে ‘বীরামাদেবী’ ছবির শুটিং করছেন বলিউডের এ হট সিম্বল। এর আগে তিনি নানা দক্ষিণী ছবিতে অভিনয় করলেও তা শুধুমাত্র গানে বা আইটেম নাম্বারেই সীমাবদ্ধ ছিল। কিন্তু প্রথমবারের মতো এবার পূর্ণদৈর্ঘ্য চরিত্রে অভিনয় করছেন সানি। ছবিটি বিভিন্ন ভাষায় ডাবিংও করা হবে।
আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮