মামলায় জিতলেন গেইল

বিশ্বের অন্যতম সেরা ব্যাটম্যান বলে কথা। ক্রিকেটে তার অনবদ্য অবদান। ক্রিকেটে জেতেন, দলকেও জেতান। তার ঝড়ো ব্যাটিংয়ে উড়ে যায় বোলাররা। সেই মারকূটে ব্যাটম্যান গেইল এবার মানহানি মামলাও জিতলেন।
বিবিসি সূত্রে জানা যায়, এক মহিলা ম্যাসাজ থেরাপিস্টকে নাকি পরনের তোয়ালে খুলে নিজের গোপনাঙ্গ দেখিয়েছিলেন ক্রিস গেইল। তার বিরুদ্ধে এমন গুরুত্বর অভিযোগ উঠেলে, গেইল তা অস্বীকার করে মানহানি মামলা দায়ের করেন ওই মহিলার বিরুদ্ধে।সেই মামলায়ইএবার জিতে গেলেন গেইল।
ওই মহিলা থেরাপিস্টকে নিজের গোপনাঙ্গ দেখানোর মতো ঘটনার খবর অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। তবে জুরি বোর্ড ক্যারিবীয় ওপেনারের বিরুদ্ধে অভিযোগের শক্তিশালী প্রমাণ খুঁজে পাননি। প্রায় দুই ঘন্টা আলোচনার পর তারা গেইলকে ‘নির্দোষ’ হিসেবে রায় দেন।
মামলার অংশ হিসেবে বৃহস্পতিবার গেইলের ঘনিষ্ট বন্ধু এবং পেশাদার ক্রিকেট কোচ ডোনোভান মিলার নিউ সাউথ ওয়েলসের উচ্চ আদালতে জানিয়েছিলেন, ক্যারিবীয় ওপেনার নাকি এই ঘটনার পর থেকে নারী দেখলেই ভয় পান।
রায়ের পর আদালতের বাইরে এসে ক্যারিবীয় এই ব্যাটিং দানব বলেন, ‘আমি একজন ভালো মানুষ। আমি দোষী নই।’
তিনি বলেন, আমি আনন্দিত যে মানুষ সত্য ঘটনা জানতে পারবে।
উল্লেখ, ২০১৫ বিশ্বকাপে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষে নাকি ম্যাসেজ থেরাপিস্ট লিনে রাসেলের সামনে পরনের তোয়ালে খুলে ফেলেছিলেন গেইল। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনে রীতিমত কেঁদে ফেলেছিলেন ওই নারী।
সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেছিলেন, ‘আমি এসব আচরণে সত্যিই ক্লান্ত। এখন এসব দেখলে অসুস্থ বোধ করি।
আজকের বাজার: সালি / ৩০ অক্টোবর ২০১৭