সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার অভিযোগে করা মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপাচার্য এ কথা বলেন।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, মামলা তার নিজস্ব গতিতেই চলবে। ফৌজদারি অপরাধের সাধে জড়িতদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গেল সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ওই বিক্ষোভের সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ৪টি মামলা দায়ের করা হয়।
এস/