ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় ‘অজ্ঞাতনামাদের’ নামে দায়ের করা মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।প্রত্যাহার না হলে ফের ক্লাস-পরীক্ষা বর্জন করবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার বিকেল সোয়া ৪টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান আন্দোলনরতদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভিডিও ফুটেজ দেখে উপাচার্যের বাসভবনে হামলার পেছনে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে মামলায় আসামি করার হোক।যাতে সাধারণ শিক্ষার্থীরা হয়রানীর শিকার না হয়।
অন্যথায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রসঙ্গত, কোটা সংস্কার দাবির আন্দোলন চলাকালে গত ৮ই এপ্রিল রাতে ঢাবি উপাচার্যের বাসভবনে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।এ ঘটনায় ১০ই এপ্রিল রাতে শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করে।
আজকের বাজার/আরজেড