মামুলি স্কোরে আফগানদের হারাল উইন্ডিজরা

লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৭ রানে। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে আফগানিস্তান অলআউট হয় ১২০ রানে। লিড কেবল ৩১ রানের! যার জবাবে উইন্ডিজরা সময় নিল ৩৮ বল; অর্থাৎ ৯ উইকেটে জিতল ক্যারিবিয়রা।

এর আগে একমাত্র টেস্টে আফগানরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছিল; জবাবে উইন্ডিজ করে ২৭৭ এবং ৯০ রানের লিড! এই লিড ছাড়িয়ে কেবল ৩১ রান তুলতে সক্ষম হয়েছে রশিদ-আসগররা।

উইন্ডিজদের প্রথম ইনিংসে ৯০ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। দ্বিতীয় দিন শেষে আফগানরা সংগ্রহ করে ৭ উইকেটে ১০৭ রান। শুক্রবার (২৯ নভেম্বর) তৃতীয় দিনে আর ১৩ রান যোগ করতেই অলআউট হয় আফগানরা।

৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলের ১৬ বলে অপরাজিত ১৯ রানে ৬.২ ওভারেই জয় তুলে নেয় উইন্ডিজরা।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান (১ম ইনিংস) ১৮৭/১০
উইন্ডিজ (১ম ইনিংস) ২৭৭/১০
আফগানিস্তান (২য় ইনিংস) ১২০/১০
উইন্ডিজ ৩৩/১ (লক্ষ্য ৩১)

ফল : উইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

আজকের বাজার/আরিফ