মায়ানমারে রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

মায়ানমারে গ্রেফতার হওয়া আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলীয় একটি জেলার আদালতে পুলিশি হেফাজতে দ্বিতীয় দফায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। খবর রয়টার্স, বিবিসির।

গত ১২ ডিসেম্বর দাপ্তরিক গোপনীয়তা আইনে গ্রেফতার করা হয় ওয়া লোন (৩১) এবং কিওয়া সো ও (২৭) এ দুই সাংবাদিককে।

সংক্ষিপ্ত শুনানির জন্য বুধবার ২৭ ডিসেম্বর তাদের ইয়াঙ্গুনের আদালতে আনা হয়। শুনানির পর পরিবার-পরিজন, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হয়।

রয়টার্সের হয়ে কাজ করা মায়ানমারের এই দুই নাগরিক জানিয়েছেন, পুলিশি হেফাজতে তাদের সঙ্গে বাজে আচরণ করা হয়নি।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহে তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সে জন্য দেশটির অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা হয় দুই সাংবাদিককে। গ্রেফতার হওয়ার পর এই দুই সাংবাদিককে বুধবারই প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়।

আটককৃত সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটি সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোনো ভুল করিনি।

রয়টার্সের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, সংবাদ সংগ্রহে তাদের প্রতিনিধিরা কোনো ভুল করেনি।

এদিকে দেশটিতে গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

সাংবাদিকদের গ্রেফতারের ঘটনায় আমেরিকা, কানাডা, ব্রিটেন, জাতিসংঘ মহাসচিব, রয়টার্সের প্রধান সম্পাদকসহ বিশ্বজুড়ে সাংবাদিক ও মানবাধিকার সংস্থাগুলো কঠোর সমালোচনার মুখে পড়েছে মায়ানমার।

আজকের বাজার : এলকে ২৭ ডিসেম্বর ২০১৭