একদিন আগে মোগাদিসু শহরটিতে এক বিধ্বংসী ট্রাক বোমা হামলায় গুরুতর আহত মানুষকে উদ্ধার করতে রবিবার তুরস্কের একটি সামরিক কার্গো বিমান সোমালি রাজধানীতে অবতরণ করেছে। মোগাদিসু বিস্ফোরণে দু'জন তুর্কি নাগরিকসহ কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন।
তুরস্কের দূতাবাসের একটি টুইট অনুসারে বিমানটি জরুরি চিকিৎসা কর্মী ও সরবরাহও নিয়ে এসেছিল এবং এগুলি মোগাদিসুতে একটি তুর্কি পরিচালিত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমালির তথ্যমন্ত্রী মোহাম্মদ আবদি হাইয়ার মারেয় রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মারাত্মকভাবে আহত ১০ সোমালিকে তুরস্কে সরিয়ে নেওয়া হবে। তিনি আরও যোগ করেছেন যে তুরস্ক ততক্ষণে আহতদের চিকিৎসার জন্য ২৪ জন চিকিৎসক পাঠিয়েছিল যাদের সরিয়ে নেওয়া হবে না।
আজকের বাজার/লুৎফর রহমান