বলিউড সুপারস্টার রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেনে কৃষ্ণার ছেলে রণধীর কাপুর। মৃত্যুকালে কৃষ্ণার বয়স হয়েছিল ৮৭। চেম্বুর শ্মশানে কৃষ্ণার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে৷
রণধীর গণমাধ্যমকে বলেন, ‘সোমবার ভোর পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা কৃষ্ণা রাজ কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত সমস্যা ছিল তার। আমরা গভীরভাবে শোকাহত।’
এদিকে কৃষ্ণার মৃত্যুর খবর পেয়ে বলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বলি তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। অনুপম খের টুইট করেছেন, ‘কৃষ্ণাজির আত্মার শান্তি কামনা করি।’ আমির খান লিখেছেন, ‘রাজ কাপুর ছিলেন সিনেমা তৈরির ইনস্টিটিউশন। আর কীভাবে জীবনে বাঁচতে হয় তার প্রতিষ্ঠান ছিলেন কৃষ্ণাজি।’ সোহা আলি খান লিখেছেন, ‘আমি যে কয়েকবার ওনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, তা আমার স্মৃতিতে থাকবে।’
১৯৩০ সালের ৩০ ডিসেম্বর জন্ম কৃষ্ণার। ১৯৪৬-এ রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয় ৷ তাদের পাঁচ সন্তান। ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, ঋতু নন্দা এবং রিমা কাপুর৷
আজকের বাজার/এএল