রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্য আলাউদ্দিন সুমন (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শনিবার (১২ মে) কমিউনিটি পুলিশ সদস্য আলাউদ্দিন সুমন ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে দায়িত্বপালন করছিলেন। এ সময় তারাবো পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলাউদ্দিনকে ধাক্কা দিলে তার বাম পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত সোমবার (১৪ মে) তার অবস্থার অবনতি হলে পুনরায় ঢামেকে অানা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মুত্যু হয়।
আলাউদ্দিন সুমনের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই সালাউদ্দিন বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা করেছেন।
রাসেল/