৫৪ বছর বয়সে মারা গেলেন জ্লাতান ইব্রাহিমোভিচ, আর্লিং হালান্ড ও পল পগবার মতো তারকা ফুটবলারদের এজেন্ট ইতালির মিনো রাইওলা। রাইওলার পরিবার থেকে দেয়া এক বিবৃতিতে বিষিয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি হন বিখ্যাত এ এজেন্ট।
বিবৃতিতে রাইওলার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘দুঃখের সাথে সবচেয়ে যতœশীল ও চমৎকার ফুটবল এজেন্টের মৃত্যুর খবর জানাচ্ছি আমরা। আমাদের গর্বিত করেছিল রাইওলা। নিজের কাজ দিয়ে অনেকের জীবন স্পর্শ করেছিলেন এবং আধুনিক ফুটবলে নতুন অধ্যায় লিখেছিলেন। তার শূন্যতা সারাজীবন নাড়া দিবে।’
মূলত বিশ্ব ফুটবলের নামী-দামী ফুটবলাদের এজেন্ট হয়েই কাজ করেছেন রাইওলা। ইতালিতে জন্ম নেয়া রাইওলা ধীরে ধীরে বিশ্ব ফুটবলের একজন শক্তিশালী এজেন্ট হয়ে ওঠেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান