বিশ্বে যেসব প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে তাদের মধ্যে অন্যতম সাদা গণ্ডার। এই সাদা গণ্ডার যা ‘হোয়াইট রিনো’ নামে পরিচিত সেই প্রজাতির পুরুষ গণ্ডারটি মারা গেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, কয়েক মাস ধরে রোগে ভোগার পর কেনিয়ায় গণ্ডারটি মারা যায়। ৪৫ বছর বয়সী সুদান কেনিয়ার ও পেজেতা কনজারভেন্সিতে বাস করতো।
এদিকে তার মৃত্যুর মধ্য দিয়ে এই প্রজাতির মধ্যে কেবল তার মেয়ে এবং নাতনিই বেঁচে রইল। কিন্তু পুরুষ না থাকায় আর বংশ বাড়ার সম্ভাবনা নেই।
এস/