মারিউপোলে ‘জাতীয়তাবাদীদের’ অবশ্যই অস্ত্র জমা দিতে হবে : মাখোঁকে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, যুদ্ধ বেধে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়া মারিউপোল নগরীতে ইউক্রেনের ‘জাতীয়তাবাদীদের’ অবশ্যই তাদের অস্ত্র জমা দিতে হবে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাথে কিয়েভ সংঘাত নিয়ে আলোচনা করার সময় তিনি এ কথা বলেন। ক্রেমলিন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ক্রেমলিনের দেয়া এক বিবৃতিতে ‘গুরুত্বের সাথে বলা হয় যে, এই নগরীর (মারিউপোল) মানবিক পরিস্থিতির জটিলতা নিরসনের ক্ষেত্রে ইউক্রেনের জাতীয়তাবাদী যোদ্ধাদের অবশ্যই প্রতিরোধ যুদ্ধ বন্ধ করে তাদের অস্ত্র জমা দিতে হবে।’