উত্তর কোরিয়া রোববার মার্কিন কূটনীতিকে ভেজাল ও মিথ্যা বলে উল্লেখ করে ওয়াশিংটনের আলোচনার ধারণাকে প্রত্যাখ্যান করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে কূটনৈতিক আলোচনা উন্মুক্ত করার কথা বললে পিয়ংইয়ং এমন মন্তব্য করে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উল্লেখ করে বলেছে, যুক্তরাষ্ট্রের কাছে কূটনীতি শত্রুতাপূর্ণ আচরণ লুকানোর একটি মিথ্যা সাইনবোর্ড।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক বিবৃতিতে দেশটির নেতা কিম জং উনকে অপমান করার জন্য বাইডেনকে দায়ী করে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলছি আমাদেরকে উস্কালে তারাও আঘাতপ্রাপ্ত হবে।
জো বাইডেন বুধবার প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম কংগ্রেস ভাষণে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু উচ্চাভিলাষ দমনে তিনি কূটনীতিকে ব্যবহার করবেন।
এছাড়া শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, কোরীয় অঞ্চলকে পুরোপুরি নিরস্ত্রীকরণের লক্ষ্য তাদের রয়েছে।
এদিকে এপ্রিলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে কিমের সাথে সরাসরি জড়িত হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী ২১ মে মুন জায়ে ইনের হোয়াইট হাউস সফরের কথা রয়েছে।
মুন উল্লেখ করেন, তিনি শীর্ষ পর্যায়ের কূটনীতির ওপর গুরুত্ব দিচ্ছেন।