চীন মঙ্গলবার হুঁশিয়ার করে বলেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে আগালে বেইজিং এর পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক পরিচালক ফু কং বলেন, ‘চীন অনর্থক কোন পদক্ষেপ নেবে না। তবে বিশ্বের এ অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থল-ভিত্তিক মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে আগালে তারা এর পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।’
অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাম উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশি দেশগুলোকে দূরদর্শিতা দেখানোর এবং তাদের দেশের ভূখন্ডে যুক্তরাষ্ট্রের মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে ওয়াশিংটনকে সুযোগ না দেয়ারও আহ্বান জানাচ্ছি।’