সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ সেপ্টেম্বর বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এ আহবান জানিয়েছে।
বার্তাসংস্থা পার্সটুডের খবরে বলা হয়েছে, চিঠিতে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতার নিন্দা জানানো হয়।
খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী জোট সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করলেও এসব হামলায় প্রায়ই সিরিয়ার বেসামরিক নাগরিক নিহত ও দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে।
গত রোববার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়। সিরিয়া সরকার কিংবা জাতিসংঘের অনুমতি ছাড়াই দেশটিতে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের কাছে লেখা চিঠিতে আরও বলেছে, মানবাধিকার ইস্যুতে সোচ্চার পশ্চিমা দেশ ও সংস্থাগুলো সিরিয়ার জনগণের বিরুদ্ধে মার্কিন জোটের অপরাধযজ্ঞের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।
এ নীরবতার তীব্র নিন্দা জানানো হয় চিঠিতে।
আজকের বাজার : এমএম / ৪ অক্টোবর ২০১৭