মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে ৩ জঙ্গি নিহত

আফগানিস্তানের নানগড়হারে রোববার মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৩ জঙ্গি নিহত হয়েছেন। সোমবার (১৪ মে) দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। এএফপি’র সূত্রে এসব তথ্য জানা যায়।

আফগান সেনাবাহিনীর ২০১ কোর্পস সেলাব এক বিবৃতিতে জানায়, রোববার নানগড়হার প্রদেশের দিহ বালা জেলার পাপিন এলাকায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে একটি ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়। এতে তিন জঙ্গি নিহত হয়েছে।

উল্লেখ্য, ওই অঞ্চলে সেলাবের ঘাঁটি রয়েছে।

আজকের বাজার/একেএ