বুধবার রাতে বাগদাদে আমেরিকান দূতাবাসের কাছে হানা দিল জোড়া রকেট। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও তা আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক তৈরি উত্তেজনার মাত্রা আরও বাড়াল।
এ দিন আইসিস দমনে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন জোটের তরফে জানানো হয়েছে, বাগদাদের গুরুত্বপূর্ণ গ্রিন জোন অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছেই দুটি রকেট এসে বিস্ফোরণ ঘটায়।
মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিন্স জানিয়েছেন, ‘বাগদাদের আন্তর্জাতিক জোনে রকেট হানা ঘটেছে। তবে ঘটনায় কোনও হতাহতের সংবাদ পাওয়া যায়নি।’
জানা গিয়েছে এ দিন বাগদাদের অত্যন্ত সুরক্ষিত ওই অঞ্চলে দুটি কাট্যুশা রকেট আছড়ে পড়ে। বিস্ফোরণের শব্দের পাশাপাশি বিপদবার্তাসূচক সাইরেন তীব্র স্বরে বেজে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
তবে রকেট দুটি কোথা থেকে উড়ে এসেছে এবং কারা এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হামলার দায় স্বীকার করেও কোনও বিবৃতি পাওয়া যায়নি।
আজকের বাজার/লুৎফর রহমান