মার্কিন দূতাবাসের গাড়ির ধাক্কায় পাকিস্তানি নারী নিহত

ইসলামাবাদে মার্কিন দূতাবাসের গাড়ির ধাক্কায় এক নারী নিহত ও তার পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। পুলিশের বরাতে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এমন দাবি করা হয়েছে।

ইসলামাবাদ ট্রাফিক পুলিশের একজন জ্যেষ্ঠ সুপারইনটেন্ডেন্ট ফাররুখ রশিদ বলেন, ফয়সাল অ্যাভিনিউ চকের কাছে মারাগালা রোডে সুজুকি খাইবার গাড়িকে পেছন থেকে মার্কিন দূতাবাসের বেপরোয়া টয়োটা ল্যান্ড ক্রুজার আঘাত করলে এই প্রাণঘাতি দুর্ঘটনা ঘটেছে।

গাড়ি দুটির একটি লাল বাতি উপেক্ষা করে চলছিল, তবে কোনটি তা শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে মার্কিন দূতাবাসের আমজাদ জামান নামের পাকিস্তানি চালককে আটক করে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান