মার্কিন দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির জেরে এ নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১টায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে আরব বিশ্বের শান্তি প্রক্রিয়া নষ্ট হতে পারে বলে সতর্ক করেছে আরব দেশগুলো। ওয়াশিংটনের এ ঘোষণার ফলে পুরো মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশে সহিংসতা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জেরুজালেমের ওল্ড সিটি ও পশ্চিম তীর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে। এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, দূতাবাস স্থানান্তরের প্রক্রিয়া বাস্তবায়নে কমপক্ষে তিন বছর লাগতে পারে। নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত তেল আবিবেই মার্কিন দূতাবাস থাকবে।


জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেয়ার আগের সন্ধ্যায় জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি, সৌদি আরবের বাদশাহ সালমান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। তারা সবাই এ বিপজ্জনক পদক্ষেপের ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করে দেন।
জেরুজালেম ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের কাছে পবিত্র স্থান। ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে তাদের রাজধানী বলে দাবি করছে। অপরদিকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দেখতে চায় ফিলিস্তিনিরা।
সূত্র : দ্য গার্ডিয়ান
আজকের বাজার: ওএফ/ সালি, ০৬ দিসেম্বর ২০১৭