মার্কিন দূতাবাসের মূল ফটকের কাছেই বোমা হামলা, নিহত ৩

তিউনিশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী দুই ব্যক্তিসহ এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো চারজন। শুক্রবার দেশটির রাজধানী তিউনিসে অবস্থিত মার্কিন দূতাবাসের মূল ফটকের কাছেই এ হামলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা ওই সন্ত্রাসীরা তিউনিসের বার্গেস দুলাক এলাকায় দূতাবাসে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লে এ বোমার বিস্ফোরণ ঘটায়। এ হামলাকে দেশটিতে কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বোমা বিস্ফোরণে দূতাবাসের বাইরে থাকা যানবাহন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার ঘটনা নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে দূতাবাসের সামনে এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
হামলার পর নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

আজকের বাজার/শারমিন আক্তার