যুক্তরাষ্ট্র তার নাগরিকদের প্রতি অবিলম্বে কাবুল বিমানবন্দরের গেট থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বিমানবন্দরের গেটে আত্মঘাতি হামলার পর শুক্রবার দেশটি এ আহ্বান জানালো।
এর আগে পেন্টাগণ বলেছে, আমেরিকান ও আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে আনার যে কার্যক্রম চলছে তাতে এখনও সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে।
এক সতর্ক বার্তায় কাবুলে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক অ্যাবে গেট, ইস্ট গেট, নর্থ গেট কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে রয়েছে তাদের অবিলম্বে ওই সব এলাকা ত্যাগ করতে হবে।