মার্কিন নিষেধাজ্ঞা পদক্ষেপের সমালোচনা আন্তর্জাতিক আদালতের

আফগানিস্তানে আমেরিকান সৈন্যের যুদ্ধাপরাধের অভিযোগ প্রশ্নে আনুষ্ঠানিক তদন্তের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বৃহস্পতিবার সমালোচনা করেছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত (আইসিসি)। খবর এএফপি’র।
এরআগে ট্রাম্প বলেন, মার্কিন সৈন্যের ব্যাপারে তদন্তে বা বিচারকার্যে জড়িত দি হেগ ভিত্তিক ট্রাইবুনালের যে কোন ব্যক্তির যুক্তরাষ্ট্রে থাকা অর্থ ও সম্পদ জব্দ করবে ওয়াশিংটন।
আন্তর্জাতিক আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের নিষেধাজ্ঞা আইনের শাসন প্রতিষ্ঠায় এবং আদালতের বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপের শামিল ও এটি অগ্রণযোগ্য একটি প্রচেষ্টা।’
দীর্ঘ আইনগত প্রক্রিয়া চালানোর পর গত মার্চে আইসিসি জানায়, আফগান যুদ্ধাপরাধ তদন্তের কাজ এগিয়ে নেয়া যেতে পারে।
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে আফগানিস্তানে আমেরিকার নৃশংসতার ব্যাপারে তদন্তের সম্ভাবনা প্রশ্নে ট্রাম্প প্রশাসন ক্ষোভ প্রকাশ করে আসছে।
তবে আইসিসি বলেছে, ‘গণ হত্যায় জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এ অগ্রহণযোগ্য নিষেধাজ্ঞা আমাদের স্বাভাবিক প্রচেষ্টার বিরোধিতার শামিল।’