উত্তর কোরিয়ার বিশেষ দূত জেনারেল কিম ইয়ং-চল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর আল জাজিরা’র।
বুধবার (৩০ মে) রাতে ম্যানহাটনের একটি ভবনে একসঙ্গে তারা খাবার খান।
এসময় সিঙ্গাপুরে জুনের ১২ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার অনুষ্ঠেয় বৈঠকটি নিয়ে আলোচনা করেন দুই দেশের এ দুই শীর্ষ কর্মকর্তা।
আল জাজিরা’র খবরে বলা হয়, ম্যানহাটনে রাতের খাবার খাওয়া ছাড়াও বৃহস্পতিবার আরো দুইবার সাক্ষাৎ হয় পম্পেও ও জেনারেল কিমের মধ্যে। কিম জং উনের শীর্ষ দূত জেনারেল কিম বুধবার নিউ ইয়র্কে পৌঁছান।
সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল কিম ইয়ং-চল উত্তর কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও কিম জং উনের মধ্যকার একটি বৈঠকে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন তিনি।
আজকের বাজার/একেএ