মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন রোববার বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে অতি সংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্র্র জুড়ে ছড়িয়ে পড়েছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে পেন্টাগণ প্রধান জানান, অস্টিনের ‘হালকা’ করোনাভাইরাস উপসর্গ দেখা দিয়েছে। তিনি আগামী পাঁচ দিনের জন্য বাসায় কোয়ারেন্টাইনে থাকবেন।
অস্টিন বলেন, তিনি করোনা ভাইরাসের উভয় এবং বুস্টার ডোজ নিয়েছেন। তার করোনা ভাইরাসের একেবারে হালকা উপসর্গ দেখা দিয়েছে।
অস্টিন বলেন, তিনি সর্বশেষ ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট বাইডেনের সাথে সাক্ষাত করেন। এক সপ্তাহেরও বেশি সময় আগে তার করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় এবং ওই দিন সকালে কোভিড-১৯ রোগ পরীক্ষায় তিনি নেগেটিভ হন।
তিনি ওই বিবৃতিতে বলেন, তিনি সার্বিক দায়িত্ব পালন করবেন এবং ভার্চুয়ালী গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠক ও আলোচনায় অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ার পর অস্টিন হচ্ছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত উচ্চ পর্যায়ের সর্বশেষ মার্কিন কর্মকর্তা।
মার্কিন কংগ্রেসের কয়েকজন বিশিষ্ট সদস্য সম্প্রতি জানিয়েছেন, তারা করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন। বাইডেনের প্রেস সেক্রেটারি জেনসাকি অক্টোবরে কোভিড-১৯ রোগে আক্রান্ত হন।