যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী থিউডোর রুজভেল্টের ৪ হাজার ৮শ’ ক্রুর টেস্টে ১০ শতাংশের বেশির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। মহামারি ঠেকাতে ব্যর্থতার দায়ে নৌ প্রধানের পদত্যাগের কয়েকদিন পরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী শনিবার এ কথা জানায়। নেভির এক মুখপাত্র এএফপিকে জানান, থিউডোর রুজভেল্টের ৯২ শতাংশ ক্রুর টেস্ট সম্পন্ন হয়েছে এবং ৫৫০ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে, নেগেটিভ পাওয়া গেছে ৩ হাজার ৬৭৩ জনের।
মুখপাত্র বলেন, ৩ হাজার ৬৯৬ জন নাবিককে গুয়াম নৌঘাটির বিভিন্ন হোটেল ও ব্যারাকে পাঠানো হয়েছে। থিউডোর রুজভেল্টে করোনা সংক্রমনের ঘটনায় জরুরি সংকেত দেয়ায় এর ক্যাপ্টেন বরখাস্ত হওয়ার পর থেকেই রণতরীটি এখানে নোঙর করে রাখা হয়েছে। গত মঙ্গলবার এই ঘটনায় নৌবাহিনী প্রধান পদত্যাগ করেন। রুজভেল্টের ক্যাপ্টেনকে সরিয়ে দেয়ার পাঁচদিন পরে নৌবাহিনী প্রধান থমাস মোডলি পদত্যাগ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান