যুক্তরাষ্ট্রের বিরোধিতার ফলে মূলধন বৃদ্ধির বিষয়ে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বিশ্বব্যাংক।
১৪ অক্টোবর শনিবার ওয়াশিংটনে, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যৌথ উন্নয়ন কমিটি এক বৈঠকে মিলিত হয়।
বৈঠকে আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাংকের মূলধন বৃদ্ধির একটি প্রস্তাব নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরা আলোচনা করেন।
তবে বিশ্বব্যাংকের সর্বাধিক অর্থ প্রদানকারী দেশ যুক্তরাষ্ট্র, চীনের মত উচ্চ আয়ের উদীয়মান রাষ্ট্রগুলো বাজার থেকে নিজস্ব তহবিল সংগ্রহ করতে সমর্থ হওয়া উচিৎ এমন দাবি করেছে বলে জানা গেছে।
আগামী বসন্তে অনুষ্ঠিতব্য বৈঠকে ব্যাংকের মূলধন বৃদ্ধির বিষয়ে মতৈক্যে পৌঁছাতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বিবেচনা করে দেশগুলো একটি মতৈক্যে পৌঁছাতে সক্ষম হয় কিনা তা এখনও স্পষ্ট নয়।
সূত্র : এনএইচকে
আজকের বাজার : এমএম / ১৬ অক্টোবর ২০১৭