মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কোয়ারেন্টাইনে নেই এবং তার কোভিড -১৯ এর পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। তার মুখপাত্র রোববার এ কথা জানান।
এর আগে ভাইস প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন।
পেন্স আইসোলেশনে যাবেন -কিছু মার্কিন মিডিয়ায় এমন সংবাদ প্রকাশের প্রেক্ষিতে মুখপাত্র ডেভিন ও ম্যালি জানান, সোমবার হোয়াইট হাউসে কাজে যাবেন পেন্স।
এক বিবৃতিতে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিটের পরামর্শ মতো চলছেন। তিনি কোয়ারেনটিনে নেই।
তিনি আরো বলেন, পেন্সের করোনা পরীক্ষার ফলাফল প্রতিদিনই নেগেটিভ এসেছে।
তিনি কাল হোয়াইট হাউসে কাজে যাবার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, পেন্সের মুখপাত্র কেটি মিলারের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৩) ও পেন্স (৬০) এবং হোয়াইট হাউসের অন্য অনেকেই প্রতিদিন করোনা পরীক্ষা করাচ্ছেন। তবে ট্রাম্প ও পেন্স প্রায়ই মেডিক্যাল বিশেষজ্ঞদের পরামর্শ মতো সুরক্ষা মাস্ক ব্যবহার করেন না।