চা বিক্রি করে কোটিপতি এ কথা বিশ্বাস করা কঠিন হলেও সত্য।এ ঘটনা ঘটেছে মার্কিন মহিলা কলেরাডোর ব্রুক এর জীবনে।
ব্রুক ২০০২ সালে ভারতে এসেছিলেন ঘুরতে। চাও খেয়েছিলেন। ভারতীয় চা রীতিমতো পছন্দ হয়ে গিয়েছিল ব্রুকের।
চার বছর পর দেশে ফিরে এসে নিজেই খুলেন ভারতীয় চায়ের স্টল। নাম ভক্তি চা। একজন মার্কিনি হয়ে ভারতীয় চায়ের স্টল খুলে ২০০৭ সাল থেকে যে ব্যবসা শুরু করেন তিনি, ২০১৮ সালে তার টার্ন ওভার দাঁড়িয়েছে সাত মিলিয়ন ডলার।
আমেরিকার একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন। ভারতীয় চা কে মার্কিনি মোড়কে পেশ করেন ব্রুক। সেখানেই ম্যাজিক। ২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বিস্তর জনপ্রিয়তা লাভ করেন তিনি।
আজকের বাজার/আরজেড