মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রীবাহি বিমান দুর্ঘটনায় পাইলট সহ ৯ জন নিহত

বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট সহ ৯ জন নিহত হয়েছে।

এদের মধ্যে ২ শিশুও রয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আর ৩ জন। মার্কিন বিমান পরিবহণ মন্ত্রীর তরফে জানানো হয়েছে ঝড়ের পূর্বাভাস থাকা সত্বেও সিঙ্গল ইঞ্জিনের ওই বিমানটি শনিবার আকাশে ওড়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ।

ডাকোটার চেম্বারলেন বিমানবন্দর থেকে ওড়ার পরই সেটি ভেঙে পড়ে। বিমানবন্দর থেকে এক কিলোমিটারের মধ্যেই বিমানের ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া ডাকেটার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন বিমানে মোট ১২ জন যাত্রী ছিলেন। ইডাহো জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন তারা। সেটির অবতরণের কথা ছিল ইডাহো বিমানবন্দরে।

আজকের বাজার/লুৎফর রহমান