মার্কিন নৌবাহিনীর উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়াস্প যুক্তরাষ্ট্র থেকে জাপানের পথে রওনা হয়েছে। এক স্কোয়াড্রন অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫বি বহনকারী এ যুদ্ধজাহাজটি মার্কিন সপ্তম নৌবহরে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বন্দর থেকে যাত্রা শুরু করে জাপানি বন্দর সাসেবোতে ভিড়বে।
এর আগে, গত মার্চে জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে এফ-৩৫বি যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন মোতায়েন করা হয়। মার্কিন নিমিৎজ শ্রেণির রণতরির মতো ইউএসএস ওয়াস্পে এফ-৩৫বি নামার প্রশস্ত স্থান না থাকা সত্ত্বেও এতে করে সপ্তম নৌবহরের জন্য আরও এক স্কোয়াড্রন যু্দ্ধবিমান পাঠানো হলো। অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান হেলিকপ্টারের মতো খাড়াখাড়ি উড়তে সক্ষম।
পিয়ংইয়ং এর অব্যাহত পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে তখনই উত্তর কোরিয়ার কাছাকাছি দুই স্কোয়াড্রন এফ-৩৫বি বিমান মোতায়েনের ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আজকের বাজার : এমএম / ১০ সেপ্টেম্বর ২০১৭