বিমানবাহী মার্কিন রণতরী ইউএস এসথিউডর রুজভেল্টে তিন নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মোতায়েন থাকা কোন মার্কিন রণতরীতে এ প্রথম কেউ করোনায় আক্রান্ত হলো। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।
ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী থমাস বি মোদলি সাংবাদিকদের বলেন, আক্রান্ত তিনজনকে সরিয়ে নেয়া হয়েছে। জাহাজে এ তিন জনের সংস্পর্শে যারা এসেছেন, তাদের কোয়ারিনটাইনে রাখা হয়েছে। জাহাজে সৈন্য সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। মার্কিন নৌবাহিনীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৬। এর মধ্যে সক্রিয় দায়িত্ব পালনরত সৈন্য সংখ্যা ৫৭ জন। তথ্য-বাসস
আজকের বাজার/ আখনূর রহমান