মার্কিন রণতরীর টহলে দক্ষিণ চীন সাগরে নতুন উত্তেজনা

দক্ষিন চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন রণতরীর টহলের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। আমেরিকা সামরিক প্ররোচনা দিতে শুরু করেছে দাবী করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ বেইজিং গ্রহণ করবে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনও ভূ-খন্ড বা দ্বীপের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত ওই ভূ-খন্ড বা দ্বীপের নিজস্ব জলসীমা। দক্ষিন চীন সাগরে অবস্থিত প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ দখলে নেয়ার পর তৎসংলগ্ন জলভাগকেও নিজস্ব জলসীমা বলে দাবী করে আসছে চীন। ওই অঞ্চল নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান সহ কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। তবে ওই সব দ্বীপের উপর চীনের অধিকারকে স্বীকৃতি না দিয়ে আন্তর্জাতিক জলসীমা হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক আদালত।

দক্ষিন চীন সাগরে ‘ফ্রিডম অফ নেভিগেশন’ টহলের দায়িত্বে নিয়োজিত মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস স্টেটহেম কয়েকদিন আগে প্যারাসেল দ্বীপের ট্রিটন আইল্যান্ডের উপকূলের ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করে। খবর পেয়ে দ্রুত সেখানে যুদ্ধজাহাজ ও ফাইটার জেট পাঠায় বেইজিং। ফলে ওই অঞ্চল নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সূত্র : আনন্দবাজারপত্রিকা

আজকের বাজার: এমএম/এলকে ৫ জুলাই ২০১৭