মার্কিন রন্ধনশিল্পীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রন্ধনশিল্পী এনথোনি বোরডাইন এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৮ জুন) ফ্রান্সের একটি হোটেল রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর: সিএনএন।

জানা গেছে,  টেলিভিশনে প্রচারিত এক রন্ধন ও ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানের কাজে ফ্রান্সের ওই হোটেলটিতে অবস্থান করছিলেন ৬১ বছর বয়সী এই তারকা রন্ধনশিল্পী। পরে ওই হোটেল রুমেই ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় এক আইনজীবী এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করছেন বলে জানিয়েছে তদন্তকর্মীরা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ আরো অনেক খ্যাতিমান ব্যক্তি।

আরজেড/