আমেরিকান র্যাপ তারকা লিল উজি ভার্ট কপালের মাঝখানে অস্ত্রোপচার করে বসিয়েছিলেন ২০০ কোটি টাকার গোলাপি রঙের হিরা। মূলত শখ করেই তিনি ১১ ক্যারেটের সেই হিরা কিনে কপালে বসিয়েছিলেন। তবে কপাল কেটে সেই হিরে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ওই র্যাপার।
জানা গেছে, হিরাটির দাম মূল্য ২৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি টাকা)। মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে সম্প্রতি শো করতে গিয়েছিলেন র্যাপার লিল উজি ভার্ট। সেখানে দর্শকদের মাঝে নেমে আসেন তিনি। তখনই অনুরাগীরা তাকে ঘিরে ধরেন। লিল উজির অভিযোগ, ভক্তদের মধ্যে কেউ তার কপালের থেকে হিরা চুরি করে নিয়েছেন। যার ফলে রক্তাক্ত হন তিনি।
এই র্যাপারের ভাষ্য, মূল্যবান এই হিরা যেন কেউ চুরি করতে না পারে, সেই জন্যই কপালে অস্ত্রোপচার করে বসিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে বহু মূল্যবান এই হিরাটিকে কিনেছিলেন লিল উজি, হিরাটির বিমাও করেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করে তা কপালেও বসিয়েছিলেন। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান