পেন্টাগনের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশ সদস্য কোভিড-১৯ ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। দেশটির সামরিক বাহিনীর অনেক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও তারা টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন। খবর এএফপি’র।
মেজর জেনারেল জেফ টালিয়াফারো কংগ্রেসের শুনানিতে এ উচ্চ অস্বীকৃতি হারের কথা প্রকাশ করেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিকল্প পদক্ষেপের অংশ হিসেবে কোভিড ভ্যাকসিন শ্রেণীভূক্ত করা অব্যাহত রেখেছে কারণ তারা এখন পর্যন্ত ফেডারেল এ্যাডমিনিস্ট্রেশন থেকে সম্পূর্ণ অনুমোদন পায়নি।
পেন্টাগন মুখপাত্র জন কির্বি জানান, সামরিক বাহিনীর টিকাদান বিষয়ে বিস্তারিত উপাত্ত তুলে ধরা না হলেও এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার ৫শ’ সামরিক সদস্যকে ভ্যাকসিন দেয়া হয়েছে।