ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন যুদ্ধে মার্কিন সামরিক সহযোগিতা বন্ধে দেয়া মার্কিন সিনেটের প্রস্তাবকে ‘হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে রিয়াদ রোববার তা প্রত্যাখান করেছে।
সৌদি আরবের কট্টর সমালোচক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় জড়িত দেশটির প্রভাবশালী যুবরাজের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতেও বলা হয়েছে মার্কিন সিনেটের ওই প্রস্তাবে।
সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব মার্কিন সিনেটের সর্বশেষ এই অবস্থানের নিন্দা জানিয়েছে। মার্কিন সিনেটের আনা এমন অভিযোগের কোন ভিত্তি নেই। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ। রিয়াদ যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রত্যাখান করছে।
এদিকে বৃহস্পতিবার মার্কিন সিনেট ভোট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন করে আরেকটি সতর্কবার্তা। কেননা, ইয়েমেন সংঘাত ও জামাল খাশোগির হত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠা সত্ত্বেও তিনি অবিচলিত ভাবে সৌদি আরবকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ