ইরাকে মার্কিন সৈন্য থাকা দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, হামলায় হতাহতের ব্যাপারে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে ‘সবকিছু ঠিক’ থাকার ইঙ্গিত দেয়া হয়েছে। খবর এএফপি’র।
এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ইরানের হামলায় ‘হতাহত ও ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত যে ধারণা পাওয়া গেছে তাতে ‘সবকিছু’ ভাল থাকার ইঙ্গিত দেয়া হয়েছে।’
ইরানের বৈদেশিক নীতির সংকটের সময় অনেক সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ দেয়ার রেওয়াজ থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও ট্রাম্প সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিতে যাচ্ছেন না।
এদিকে ট্রাম্প বলেন, তিনি ওয়াশিংটনে বুধবার একটি বিবৃতি দেয়ার আশা করছেন।
তিনি বলেন, ‘আমি কাল সকালে বিবৃতি দেবো।’