আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রকেট হামলা চালিয়ে শীর্ষ পর্যায়ের অর্ধশত তালেবান নেতাকে হত্যার দাবি করেছে।
গত ২৪ মে বিদ্রোহী নেতাদের এক বৈঠকে মার্কিন গোলান্দাজ বাহিনী হামলা চালালে এসব তালেবান নেতা নিহত হন।
ফারাহ শহরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালেবানের হামলার পর মার্কিন সামরিক গোয়েন্দারা তাদের নেতাদের চলাচল পর্যবেক্ষণ করে এ হামলা চালায়।-খবর রয়টার্স ও সিএনএন।
তীব্র লড়াইয়ের পর ফারাহ থেকে তালেবান যোদ্ধাদের তাড়িয়ে দিয়েছে মার্কিন ও আফগান সেনাবাহিনী।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন বলেন, পিছু হটা তালেবান নেতাদের পর্যবেক্ষণ করার পর দেখা গেছে, তারা একটি বৈঠকে মিলিত হয়েছে।
তালেবান নিয়ন্ত্রিত হেলমান্দপ্রদেশে মুসা কালা অঞ্চলে ওই বৈঠক হচ্ছিল। এর পর মার্কিন সেনারা সেখানে হামলা চালালে হেলমান্দের উপছায়া গভর্নরসহ শীর্ষ পর্যায়ের তালেবান নেতারা নিহত হন।
বুধবার পেন্টাগনে সাংবাদিকদের তিনি বলেন, এটি ছিল তালেবানের একটি গ্রুপ। তারা ফারাহপ্রদেশে হামলা নিয়ে কথা বলছিলেন। ওই হামলায় তাদের অনেকেই অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, মার্কিন মেরিন সেনারা তাদের ৫০ জনের পিছু নেন। পরে এইচআইএমএআরএস রকেট নিক্ষেপ করে তাদের হত্যা করেছে।
আজকের বাজার/ এমএইচ