আমাদের দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজার এখনও খাপ খাওয়াতে না পারলেও ধীরে ধীরে ভালো অবস্থার দিকে যাচ্ছে। দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থার আলোকে এমন মন্তব্য করেন স্টারলিংক স্টকস এন্ড সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নাসির উদ্দিন।
তিনি বলেন, আমাদের দেশের মার্কেট এখন অনেক ছোট তবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে পুঁজিবাজারকে বড় করতে হবে। সে জন্য পুজিবাজারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোম্পানিগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে নিয়ে কাজ করার যথেষ্ঠ সুযোগ রয়েছে। তবে এখন মার্কেট নিয়ে যারা কাজ করছে আগের তুলনায় অনেক অ্যাকটিভ। বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আগের যে কোনো সময়ের চেয়ে আন্তরিকতার সাথে কাজ করছে। ফলে ধীরে ধীরে বাজার বড় হচ্ছে।
ভালো ফান্ডামেন্টাল সম্পন্ন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা উচিত। ভালো কোম্পানিগুলো লিস্টেড করা গেলে মার্কেটের সাইজ বড় হবে।